গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের উত্তর হাউস নগর (গিধনিতলা) গ্রামে এক শিশু কন্যা পানিতে ডুবে মারা যায়।
শুক্রবার (৪ জুন) আনুমানিক বেলা সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে। প্রায় ২ বছর বয়সের কন্যা সন্তান মীম মিলন ও সুমিয়ারার দম্পতির প্রথম সন্তান।সুমিয়ারা বলেন বাড়ির পাশেই মীম খেলা ধুলা করছিল।হঠাৎ বাড়ির কাজের ফাকে খুজতে গেলে খুজে না পেলে বাড়ির পাশে পানি ধরে থাকা ডোবাতে দেখতে গেলে সেখানে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
Leave a Reply