চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (২০২০-২০২১) অর্থ-বছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে বোরো মৌসুমে ১৫ জন কৃষককে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।
এ সময় তিনি বলেন, “করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। শ্রমিক সংকটে কৃষকগণ ধান কাটতে হিমসিমে পরেছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছেন। যা দিয়ে অতিঅল্প সময়ে কৃষকগণ ধান ঘরে উঠাতে পারবে”।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, “আমরা প্রান্তিক কৃষকদের জন্য হটলাইন চালু করেছি। শ্রমিক সঙ্কটে যাদের ধান কাটতে অসুবিধা হচ্ছে, তাদেরকে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে অল্প সময়ে ধান কাটার ব্যবস্থা করে দিচ্ছি। এ মেশিনের মাধ্যমে ধান কাটা ছাড়াও ধান মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী সব একসাথেই করা সম্ভব। একদিনে এ মেশিন দিয়ে আট একর জমির ধান কাটা যায়। এক একর ধান কাটতে এক ঘণ্টার মতো সময় লাগে”।
গতকাল ৩০মে রবিবার বিকেল ৫ ঘটিকায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এনিয়ে উপজেলায় ১৫টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষককে দেওয়া হল।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মাহামুদুল হাসান বলেন, “(২০২০-২১) অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় ১৫ জন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর একটির দাম ২৯ লাখ অপরটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষকগণ তাঁদের ধান ঘরে উঠাতে পারবেন”।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সরফরাস হোসেনসহ সকল সরকারি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি অফিসার জোহরা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মনিরুজ্জামান, মোঃ আশরাফ সিদ্দিকী, আন্ধারমুহা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার অপু চন্দ্র রায় ও দক্ষিণ পলাশবাড়ী ব্লকের মোঃ সাদেকুল ইসলামসহ কৃষকবৃন্দ।
Leave a Reply