চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে ইয়াবা, ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক সম্রাট সাদেক আলী (৩২) কে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর বাঙ্গালপাড়া এলাকায় এসআই শাহ আলম ও এএসআই আশরাফুল আলম সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক সম্রাট সাদেক আলীকে নিজবাড়ী থেকে ৫৩ পিচ ইয়াবা, ১০ পিচ ফেন্সিডিলসহ সহ তাঁকে আটক করা হয়।
এবিষয়ে চিরিরবন্দর থানার এসআই শাহ আলম জানান, “আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাঁয়ের করা হয়েছে। তার বিরুদ্ধে চিরিরবন্দর উপজেলা সহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় ১২টি মাদক মামলা রয়েছে।
Leave a Reply