চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
চিরিরবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ১৫০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১ ঘটিকায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এর নির্দেশক্রমে পিএসসি, রিয়ার অধিনায়ক ৩৬ বীর (রিয়ার) এর মেজর আব্দুল্লাহ-আল-ইমরান।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের ৩৬ বীর (রিয়ার) অধিনায়ক মেজর আব্দুল্লাহ-আল-ইমরান বলেছেন, “বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বরাদ্দকৃত রেশন হতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে সারাদেশে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। সেনাবাহিনী দেশের যে কোন দূর্যোগে জনগনের পাশে সর্বদাই নিয়োজিত থাকে। বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সারাদেশে সার্বক্ষণিক নিরলস পরিশ্রম করে যাচ্ছে”।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা, লেফটেনেন্ট ইমন ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। সেনা সদস্যদের বরাদ্দকৃত রেশন হতে উপজেলায় ১৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply