জেলা পর্যায়ে আইনগত সহায়তা কমিটি সদস্যদের নিয়ে মানব পাচার, জেন্ডার ভিত্তিক সহিংসতা উগ্র সহিংসতার শিকার ব্যক্তিদের সরকারি আইনগত সহায়তা বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়।
যৌথ আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি, বগুড়া ও লাইট হাউস। বাস্তবায়নের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আর্থিক সহায়তা ইউএসএআইডি।
সভাপতি ছিলেন জনাব নরেশ চন্দ্র সরকার, চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি, বগুড়া এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ। আরো উপস্থিত ছিলেন জেলা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্যান্য বিচারক, ডেপুটি সিভিল সার্জন, উপ পরিচালক, জেলা সমাজ সেবা, জেলা মহিলা বিষয়ক, মেয়র, বারের সভাপতি, সেক্রেটারী,আরো সরকারি, বে সরকারি কর্মকর্তাবৃন্দসহ। লাইট হাউসের পিপিজে বগুড়ার প্রকল্প সমন্বয়কারী রশিদা খাতুন, সোহরাব হোসেন, নিশিকান্ত, নাজমা।
সভাপতি বলেন আজকের অধিবেশনের রেজুলেশন জেলা প্রশাসককে পাঠানো হবে। যাতে আগামী অর্থ বছরের ইউনিয়ন পরিষদের বাজেটে লিগ্যাল এইডের বাজেট রাখে। উপজেলা নির্বাহী অফিসারকে চিঠির মাধ্যামে জানিয়ে দেওয়ার জন্য। লিগ্যাল এইডের কার্যক্রম আরো বেশি গতিশীল হয়, প্রচার বাড়াতে হবে। গরীব অসহায় প্রত্যেকটি মানুষকে জানাতে হবে সরকারি আইনগত সহায়তা। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রত্যেক লিগ্যাল এইড কমিটি সদস্যের ভুমিকা রাখতে হবে।
Leave a Reply