এ এস খাকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামর ভুরুঙ্গামারী উপজলার জয়মনিরহাট খাদ্য গুদাম গম/ধান/চাল সংগ্রহর তুলনায় গুদাম ধারন ক্ষমতা কম হওয়ায় গুদাম ধান দিত পারছন না কষকরা। উপজলায় সংগহীত গম/ধান/চাল কুড়িগ্রাম চলাচল কর্মসূচীর মাধ্যম সাময়িক সমাধান হলও এ সংগ্রহ পুরন হছ না। ফল চলতি মসুম বোরো সংগ্রহ ¯বিরতা দখা দিয়ছ।
চলতি মসুম জয়মনিরহাট খাদ্য গুদামর মাধ্যম কার্ডধারী কষকদর নিকট থক ২ হাজার ৯০ ম:টন গম, ১ হাজার ৯শ ২৭ ম:টন ধান, ৭ হাজার ২শ ৩০ ম:টন চাল ও ৬২ ম:টন আতপ চাল সংগ্রহর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ১ হাজার ৮০ টাকা মন দর ধান ও ৪০ টাকা কজি দর চাল ক্রয় শুরু হয় গত ৬ ম থক। এ সংগ্রহ অভিযান চলব আগামী ১৫ আগষ্ট পর্যÍ।
জয়মনিরহাট খাদ্য গুদাম অফিস সুত্র জানা গছ, বুধবার সকাল পর্যÍ ১ হাজার ৫শ ৩২ ম:টন গম, ১হাজার ৫শ ৩০ ম:টন ধান ও ৩ হাজার ৬শ ৩৮ ম:টন চাল সংগ্রহ করা হয়ছ। অর্জিত লক্ষ্যমাত্রা অনুযায়ী গুদাম ধারন ক্ষমতা না থাকায় ধান/চাল নিয় ফির যাছন কষকরা।
জয়মনিরহাট খাদ্য গুদামর ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনার রশিদ জানান, গুদাম জায়গার অভাব গম/ধান/চাল সংগ্রহ করা যাছ না। তব তিনি আশা করছন গুদামর জায়গা খালি হল সরকারী লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হব। এছাড়া সংগ্রহ অভিযান চলাচল সুচীর মাধ্যম সাময়িক সমাধান হলও ¯ায়ী সমাধান কল্প তিনি নতুন গুদাম গহ নির্মান করা আশু প্রয়াজন বল মন করন।
Leave a Reply