চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
৯ মার্চ সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ি ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে চারতলা ভিতসহ একতলা, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের নতুন পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যায়ে চার তলা ভিতের ২য় ও ৩য় তলা এবং ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়নের জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের ১কোটি ৫ লক্ষ টাকা ব্যায়ে চার তলা ভিতের ২য় ও ৩য় তলা সম্প্রসারণ কাজের নবনির্মিত ভবণের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করলেন সাবেক সফল মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ-মাহবুব-উল ইসলাম, সহকারী শিক্ষা প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, খানসামা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ, খানসামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিউ পকের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, জবেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের মোঃ আদম আলী শাহ, জাকারিয়া চৌধুরী, আবুল কালাম আজাদ, রেজাউল করিমসহ আরো অনেকে।
Leave a Reply