আন্তর্জাতিক ডেস্ক : ছিলেন শ্রমিক। ঘাম ঝরানো পরিশ্রম করে দিন কাটাতে হত। পরিবারের ভার বহনে নিত্য হিমশিম খেতেন। কিন্তু হঠাৎ এক দিনেই হয়ে গেলেন ৩০ কোটি টাকার মালিক! সম্প্রতি তানজানিয়ায় এ ঘটনা ঘটেছে। সানিনিউ কুরিয়ান লেইসার নামের ওই শ্রমিক তানজানিয়ার একটি খনিতে কাজ করতেন। খনিতে কাজের সময় তিনি দুইটি পাথর খুঁজে পান। সেই পাথর দু’টিই তার ভাগ্য বদলে দিয়েছে।
খুঁজে পাওয়া পাথর দু’টি সাধারণ কোনো পাথর নয়। বিশ্বের অত্যন্ত বিরল ও মূল্যবান জেমস্টোন পাথর। গত সপ্তাহে তিনি পাথর দু’টি পাওয়ার পর বৃহস্পতিবার (২৫ জুন) ছবি প্রকাশ করেন।
তানজানিয়ায় এ পর্যন্ত যেসব মূল্যবান পাথর পাওয়া গেছে তার মধ্যে এই পাথর দুইটির মূল্য সবচেয়ে বেশি। এটাকে তার ‘ঐতিহাসিক আবিষ্কার’ বলে অভিহিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম। দেশটির উত্তরাঞ্চলের মিরেরানি পাহাড়ের খনিতে পাওয়া যায় এ দুইটি পাথর। এর মধ্যে একটির ওজন ৯ দশমিক ২৭ কেজি ও আরেকটির ওজন ৫ দশমিক ১ কেজি।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট লেইসারকে ফোন করে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি। তিনি বলেন, এটা প্রমাণ করে তানজানিয়া একটি ধনী দেশ।
পাথর পাওয়ার পর ওই শ্রমিকের বাড়িতে এখন চলছে উৎসব। বড় বড় পুলিশ কর্মকর্তাকে তাকে পাহারা দিচ্ছেন।
Leave a Reply