স্টাফ রিপোর্টারঃ
ফেসবুক খুললেই প্রতিনিয়ত দেখা যায় সাংবাদিক নিয়োগ চলছে। সরকারি মিডিয়া তালিকাভুক্ত, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও জাতীয় দৈনিক আমাদের সময়ের মতো সুনামধন্য পত্রিকার ভুয়া ফেসবুক আইডি খুলে সাংবাদিক নিয়োগের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে নিজেকে তথাকথিত সম্পাদক বার্তা সম্পাদক আবার কখনো উপদেষ্টা সম্পাদক পরিচয়ে শাওন মোল্লা নামে এক প্রতারক বেকার যুবকদের থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
এই ৩ পত্রিকার নামে ভুয়া ফেক ফেসবুক আইডি খুলে চলছে প্রতারণা। বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে ফেক ফেসবুক আইডি খুলে এক কুচক্রি এই প্রতারণা চালায়।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন, জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার নামে ভুয়া ফেক ফেসবুক আইডি খুলে ভুয়া সম্পাদক পরিচয় দিয়ে জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি নিয়োগের নামে চলছে প্রতারণা এবং পরিচয় পত্র তথা আইডি কার্ড দিবে বলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক প্রতারক ( শাওন মোল্লা ওরফে সোহাগ (৩৫) পিতার নামঃ ইসলাম মোল্লা, ঠিকানা ২৪ নং ওয়ার্ড ধান গবেষণা রোড থানা, কোতোয়ালি থানা, জেলা বরিশাল।
কখনো বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধির নিয়োগের আইডি কার্ড দেওয়ার বলে,আবার কখনো দৈনিক মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার, আবার কখনো দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার নিয়োগের কার্ড করে দেবার কথা বলে সাধারণ মানুষের কাছে প্রতারণা চালিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ঝালকাঠির প্রতারক শাওন মোল্লা, ভুক্তভোগীরা বলেন, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার দেবার কথা বলে Mtv এর প্রতিনিধি মোঃ রুবেল হাওলাদার এর কাছ থেকে ২০০০০ হাজার টাকা, বরিশাল জেলা প্রতিনিধি এইচ এম আমির এর কাছ থেকে ৫০০০ হাজার টাকা এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় জেলা প্রতিনিধি দেবার কথা বলে ,কক্সবাজার জেলা প্রতিনিধি থেকে ১৬৫০০ টাকা, এভাবে আরো অনেকের কাছে এই রকম প্রতারণা করে শাওন মোল্লা ওরফে সোহাগ (৩৫ ) হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
প্রশ্ন হলো আসলেই কি সাংবাদিক নিয়োগ চলছে? উওর না! চলছে প্রতারণা। এই প্রতারণার মাষ্টারমাইন্ড কথিত- জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ভুয়া সম্পাদক ও প্রকাশক পরিচয়ের আড়ালে রয়েছেন ঝালুকাঠির প্রতারক “শাওন মোল্লা ওরফে সোহাগ”।
জানা যায়, এরকম ফেসবুকে বিজ্ঞাপন দেখে কেউ প্রতিনিধি হতে চেয়ে কল করলেই মিষ্টি কন্ঠে প্রথমেই ইনকামের পথ দেখায়। শিখিয়ে দেয় কিভাবে ইনকাম করতে হবে। তারপরে বলে প্রতিনিধিদের জন্য রয়েছে উক্ত জাতীয় পত্রিকার একটি আইডি কার্ড এবং ফিতা, স্টিকার, টিশার্ট ইত্যাদি। সব মিলিয়ে এক জোড়া করে পাবেন প্রতিনিধিরা। এর দাম প্রায় ২,৬০০ টাকা। তবে প্রতিনিধিদের দিতে হবে ১,৫০০ টাকা।
তাদের এই মিষ্টি কথায় সারাদেশের শিক্ষিত বেকার যুবকরা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ কর্মীরাও প্রতারিত হয়েছে। কারও থেকে নিয়েছে ১০০০, কারও থেকে ১৫০০, ১২০০, ১০২০, ২০০০, ৩০০০, ৫০০০,২০০০০, করে এমন ব্যাপক টাকা।
তবে কারও কপালে উল্লেখিত কোনো কিছুই হয়নি। কল দিলে বলতো আপনাকে চিনিনা। বেশি কল দিলে নাম্বারটি ব্ল্যাক লিস্ট করে রাখেন
এবিষয়ে একাধিক ভুক্তভোগী জানান, বেকার থাকায়, ঝালকাঠির প্রতারক (শাওন মোল্লা ওরফে সোহাগ ) এর কথায় রাজি হয়ে টাকা দিয়েছি। ভাবছিলাম সাংবাদিকতার মতো একটি মহৎ পেশায় থেকে দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং টাকার সমস্যাটাও সমাধান হবে। কেউ বলে করোনাকালীন সময়ে কষ্ট করে টাকা দিয়েছি, যাতে বেকার থাকতে না হয়। তবে তখন বুঝতে পারিনি সে এতবড় প্রতারক। আমরা এর বিচার চাই। প্রশাসনের মাধ্যমে প্রতারক( শাওন মোল্লা ওরফে সোহাগ )এই প্রতারকের শাস্তি চাই।
এ বিষয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এই বিষয়ে দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করেছি। অতিসত্বর আমরা এই প্রতারণার যোগ্য শাস্তির ব্যবস্থা করব এবং তিনি অন্যান্য সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন আপনারা হলুদ সাংবাদিক থেকে দূরে থাকুন। প্রতারকের হাত থেকে বিরত থাকুন এবং অন্যকেও সচেতন করুন
এদিকে – ( শাওন মোল্লা ওরফে সোহাগ (৩৫ ) পিতার নামঃ ইসলাম মোল্লা, ঠিকানা ২৪ নং ওয়ার্ড ধান গবেষণা রোড থানা, কোতোয়ালি থানা, জেলা বরিশাল, এই প্রতারক সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় শাওন মোল্লা ওরফে সোহাগ বিভিন্ন মাদক-ব্যবসা এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত, ধর্ষণ, মানব পাচার অস্ত্র পচার সহ আরো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় (শাওন মোল্লা ওরফে সোহাগ ) এর বিরুদ্ধে ঝালুকাঠি থানায় একাধিক মামলা রয়েছে।
প্রিয় সাংবাদিক সহকর্মী ভাই ও বোনেরা সবাই সাবধান এটা জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার কারও আইডি নয়। https://www.facebook.com/dailyamader.somoy.9 এটা প্রতারক শাওন মোল্লার তৈরী ভুয়া আইডি যে সাংবাদিক নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রতারক শাওন মোল্লার দেওয়া বিকাশ নম্বরগুলো 01915428749, 01916-993676, 01919733105,
01305600807
Leave a Reply