নওগাঁর চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
চন্ডিপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভুগী এলাকা বাসী। নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর এলাকার কয়েকশো মানুষ বুধবার সকালে শহরের মুক্তির মোড়ে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করে। এ সময় অভিযোগ করা হয় এলাকার প্রভাবশালী মোবারক হোসেন ভুলু গ্রামের একাধিক মানুষের জমি জাল দলিল করে দখলে নিয়েছে।
একাধিক ব্যাক্তির মাঠের জমি দখল নিতে তিনি গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। নীরিহ গ্রামবাসী এসব কাজে বাঁধা দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে মোবারক বাহিনী। বক্তারা অভিযোগ করেন মানব পাচারকারী হিসাবে পরিচিত মোবারক হোসেন এলাকায় নতুন করে ভুমি সন্ত্রাসী হিসাবে আভির্ভুত হয়েছেন। এসময় নীরিহ গ্রামবাসীর পক্ষে প্রশাসনের সহায়তা চেয়ে বক্তব্য প্রদান করেন আব্দুল জলির মন্ডল।
এ বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেন ভুলু জানান আমি বেধ ভাবে জমি ক্রয়করে যথারিতি খাজনা খারিজ করে আমার জমি আমি দখলে নিয়েছি। তাদেরই কোন রকম জমির কাগজপত্র নাই। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন মিথ্যা। তিনি আরও বলেন আগামী শুক্রবার থানায় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে বসবার দিন ধার্য্য আছে।
Leave a Reply