রহমতউল্লাহ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে স্কুলছাত্রী অপহরণ মামলায় মমিনুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন
ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা। তিনি উপজেলার খেলনা ইউনিয়নের ভগবানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
রোববার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ধুরইল মানুষসুন্দরী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআই মাসুদ রানা জানান, ১৫ মে রাত ৯টার দিকে উপজেলার ভগবানপুর কলোনির ১৩ বছর বয়সী স্কুল ছাত্রীকে মমিনুর রহমান অপহরণ করেন।
তিনি আরও বলেন, পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে গত রোববার বিকেলে ধুরইল এলাকা থেকে আসামি মমিনুর রহমানকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন , এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবার একটি অপহরণ মামলা দায়ের করলে সোমবার যুবককে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে।
Leave a Reply