রহমতউল্লাহ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, গত রোববার বিকাল ৩ টায় উপজেলা বালুভরা ইউপি’র বাড়াতৈল গ্রামের জনৈক ব্যক্তির বাক ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে বাড়ীর উঠানে বসে ছিল। এ সময় গ্রামের রুঘুনাথ পাহানের ছেলে কিশনাথ পাহান (২৬) প্রতিবন্ধী শিশুকে বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
প্রতিবন্ধীর মা বলেন মেয়েকে বাড়ির বাহিরে বসে রেখে বাড়ীর ভিতরে কাজ করছিলাম। কিছু পর এসে দেখি আমার মেয়ে নেই। খোঁজ করতেই বাড়ীর পার্শ্বে ধান ক্ষেতে দেখতে পাই কিশনাথকে আমার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পাই। এসময় প্রতিবেশীর সহযোগীতায় আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি এবং কিশনাথকে ঘটনার স্থল থেকে আটক করে পুলিশকে খবর দেয়।
প্রতিবেশী এলাকাবাসী বলেন,
মেয়েটি কথা বলতে পারেনা এবং নিজ হাতে খেতে পারেনা তুলে খাওয়াতে হয়।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিশনাথকে গ্রেফতার করে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় মামলা হয়েছে। ধর্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply