গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক স্বর্ণকারের রহস্যজনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী, ওয়়ার্ড ইউপি সদস্য মুসা ও নাচোল থানা সূত্রে জানাগেছে, গোমস্তাপুর উপজেলার চৌডালা পুরাতন বাজারের নিমাই হালদারের ছেলে অতুল হালদার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল-বাজারে মন্টু স্বর্ণকারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
গতকাল বৃহস্পতিবার রাত্রি সাড়ে ৯টার দিকে হঠাৎ তার শরীর অসুস্থ অনুভব করায়, মালিককে বলে দোকানের পাশে তার ভাড়া বাসায় চলে যায়।
রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দোকান মালিক মন্টু অতুলের খবর নেওয়ার জন্য তার বাসায় গিয়ে ডাক দেয়।
সে কোন সাড়া না দিলে মন্টু তাকে বাসার ভেতর খুঁজতে থাকে। এক পর্যায়ে তার গোসল খানার ভেতর দেখতে পায় ওয়ালে হিলানা দিয়ে দাঁড়িয়ে আছে। তার শরীরের হাত দিয়ে ইশারা করলে সে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক মন্টু ভয় পেয়ে স্থানীয় পল্লি চিকিৎসা, মেম্বার ও এলাকাবাসীকে ডাক দেয়।
চিকিৎসক এসে দেখেন, অতুল মারা গেছেন। তৎক্ষণাৎ অতুলের পরিবাদের খবর দেন মন্টু। তার স্বজনরা এসে দেখার পর, নাচোল থানা পুলিশকে খবর দিলে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ও অন্যান্য অফিসারবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করেন। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে জানা যাবে এটি অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু । এ ব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply