মোঃ নাসিম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আজ ২ মার্চ জাতীয় ভোটার দিবস। দেশে তৃতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে এ দিবস। ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাই নবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদের আয়োজনে, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিস চত্বরে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে তুলে দিয়ে, শুভ উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এতে সভাপতিত্ব করেন নির্বাচন অফিসার আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মাধ্যমিক অফিসার আ,ফ,ম, হাসান, সহকারী দুলাল উদ্দিন, বিআরডিবি অফিসার হারুন আর রশিদ প্রমুখ।
এ দিনটিতে ২০২০ সালের হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
Leave a Reply