মোঃ নাসিম,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
“রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো- ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের য ঐতিহাসিক ৭মার্চের ভাষণ, এর উপরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থাযোগ্য মর্যাদায়
জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭মার্চ।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে,
আজ রোববার সকাল ১০টার দিকে মধ্যে বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের পর আলোচনা অনুষ্ঠিত হয়। নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply