মুহাম্মদ আমানুল্লাহ আমান,ক্ষেতলাল(জয়পুরহাট)প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোজাহার আলীর ছেলে রবিউল ইসলাম রাজু(২৫) ১৮ দিন আগে নিজ গ্রাম থেকে নিখোঁজ হয়।
নিখোঁজের পর থেকেই পরিবারের লোকজন খোঁজ করতে থাকে।১৮ দিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজেও না পেয়ে পাগলপ্রায় হয় পরিবার।
অন্যদিকে ৫/৭ দিন যাবত ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে অপরিচিত এক যুবককে ঘোরাঘুরি করতে দেখলে বাজারের লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে গতকাল রবিবার রাতে তার পরিচয় জানতে চাইলে শুধু নিজের গ্রামের নাম রতনপুর বলে জানায়।
একপর্যায়ে নিশ্চিতা বাজারের পান-সুপারীর ব্যবসায়ী চঞ্চল চন্দ্র পাঁচবিবি উপজেলার রতনপুরের ইউপি সদস্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়।ঐ ইউপি সদস্যের সহযোগিতায় অপরিচিত যুবকটির পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে বিস্তারিত জানালে তারা জানায় অপরিচিত যুবকটি তাদের সন্তান রাজু,যেকিনা গত ১৮ দিন যাবত নিখোঁজ।
পরে ক্ষেতলাল থানা পুলিশ এবং বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায়,তাকে উদ্ধার করে গ্রামপুলিশের হেফাজতে বড়তারা ইউনিয়ন পরিষদ ভবনে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয় এবং পরিবারকে সকালে বড়তারা ইউনিয়ন পরিষদ থেকে তাদের নিজেদের সন্তানকে নিজ হেফাযতে নিয়ে যাওয়ার জন্য আসতে বলা হয়।
সেই মোতাবেক আজ ১৪ই ডিসেম্বর সোমবার সকালে নিখোঁজ রাজুর পরিবারের লোকজন বড়তারা ইউনিয়ন পরিষদে আসে।
বড়তারা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুল ইসলাম রাজুর পরিবারের লোকজনদের পরিচয় নিশ্চিত করে মুচলেকা নেয় এবং পান ব্যবসায়ী চঞ্চল তাদের হাতে তাদের সন্তানকে তুলে দেন।
রাজুর পরিবারের সাথে কথা বলে জানা যায়, রাজু মানসিক ভাবে কিছুটা অসুস্থ। এর আগেও সে একবার হারিয়ে গিয়েছিল,পরে তাকে বগুড়া থেকে উদ্ধার করা হয়।
Leave a Reply