রায়হান কবির রবিন, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার কাহালু উপজেলার ২নং কালাই ইউনিয়ন থেকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, সৎ ও মেধাবী সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মোঃ রুবেল হোসেন।
তিনি দীর্ঘদিন যাবত ধরে ২নং কালাই ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় গিয়ে আগাম নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি, তার নিজ ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি গণমাধ্যমকে জানান, এলাকাবাসীর অনুপ্রেরনা ও চাওয়া থেকেই তার নির্বাচন করার ইচ্ছে হয়েছে।
এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সহ বাড়ি বাড়ি ঘুরে উঠান বৈঠক করার জন্য দীর্ঘপথ ছুটে বেড়াচ্ছেন এই যুব সমাজসেবক।
করোনাকালীন সময়ে দেশের ক্রান্তিলগ্নে রুবেল হোসেন তার নিজ ইউনিয়ন সহ উপজেলার বেশ কিছু এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বস্ত্র সহ নগদ অর্থ বিতরণ করেছেন। প্রতিনিয়ত এলাকাবাসীর খোঁজখবর রেখেছেন, মানুষকে সচেতন করেছেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য।
বিভিন্ন এলাকায় আগাম গণসংযোগকালে রুবেল এলাকাবাসীর উদ্দেশে বলেন, আমার মরহুম বাবা আওয়ামী পরিবারের একজন পরিক্ষিত মুজিব সৈনিক ছিলেন। আমার বড় ভাইও আওয়ামী পরিবারের একজন নিষ্ঠাবান কর্মী। আমি কালাই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত কালাই ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ ।
তিনি গণমাধ্যমকে আরো বলেন, চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে জনগনের সঙ্গে মতবিনিময় করছি, তাদের সুখ দুঃখের খবর নিচ্ছি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করছি। আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে প্রথমেই একটি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার প্রত্যাশা একটি শিক্ষিত সমাজ গড়ে তুলে ইউনিয়নবাসীদের উপহার দেয়া।
Leave a Reply