নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারে র্যাব-৫
সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ।
শুক্রবার (১৬ জুলাই ২০২১) আনুমানিক রাত্রি ০৪.০০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০ কেজি গাঁজা,০১টি প্রাইভেট কার,০৩টি ভ্রমন ব্যাগ,০১ টি ড্রাইভিং লাইসেন্স,০১ সেট গাড়ীর কাগজপত্র,০৩ টি
মোবাইল,০৪ টি সীমকার্ড,০১ টি মেমোরিকার্ড, নগদ ২,৮০০/- টাকাসহ কুমিল্লা জেলার বামনপাড়া থানাধীন দুলালপুর এলাকার মোঃ মনিরের ছেলে আল আমিন (২১), অপরজন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ সানারপাড়া এলাকার মোঃ রাজন আলীর ছেলে রাব্বি হাসান (২১) , নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন বাগমার (গগনপুর) এলাকার মৃত আজিজার রহমানের ছেলে (ড্রাইভার) মোঃ আব্দুস সবুর আলী (৪১), কে গ্রেফতার করেন।
ঘটনার বিবরণে প্রকাশ-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী ০১টি সিলভার রংয়ের প্রাইভেট কারে মাদকদ্রব্যসহ নাটোর হইতে রাজশাহী অভিমুখে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত্রী-০২.৫০ ঘটিাকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ থানা মোড় সংলগ্ন পুঠিয়া জামে মসজিদের সামনে নাটোর টু
রাজশাহীগামী মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করেন। পরে রাত ০৪.০০ ঘটিকায় উক্ত
ঘটনাস্থলে প্রাইভেট কার থামানো মাত্রই ০৩(তিন) জন ব্যক্তি প্রাইভেট কারের দরজা খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লিখিত প্রাইভেট কারসহ তাহাদেরকে ঘটনাস্থলেই আটক করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮
সনের ৩৬(১) ১৯(গ)/৩৮/৪১ ধারার মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply