1. nahidbd6969@gmail.com : kurigrampratidin :
  2. 123@kurigrampratidin.com : itsme :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - কুড়িগ্রাম প্রতিদিন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৩ Time View

ভুরুঙ্গামারীতে জন্ম সনদ দিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পাইকেরছড়া ইউপি সচিব রবিউল আলম।
তিনি উল্লেখ করেছেন গত ২৪ জুন একটি অনলাইন পত্রিকায় ‘ভুরুঙ্গামারীতে জন্ম সনদ দিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
উল্লেখ্য পাইকেরছড়া ইউনিয়ন এলাকার সাধারন জনগনের মাঝে ইউনিয়ন পরিষদের একজন সেবক হিসেবে আমার সুনাম রয়েছে। আর এ সুনাম ক্ষুন্য করার জন্য ও সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সহ যাবতীয় কাজে বাধা প্রদান করার অংশ হিসেবে এহেন ষড়যন্ত্র হচ্ছে।
জন্মনিবন্ধন হচ্ছে নাগরিক অধিকার। ২০০৪ সালের জন্ম মৃত্যু আইন দ্বারা এ কাজ পরিচালিত হয়। নতুন সফটওয়ারে জন্ম নিবন্ধন কাজ পরিচালনার জন্য সম্প্রতি সরকার ইউনিয়ন পর্যায়ে নিবন্ধক হিসেবে ইউপি চেয়ারম্যান এবং প্রস্তুতকারী হিসেবে ইউপি সচিবকে পাসওয়ার্ড আইডি প্রদান করেছেন। পাশাপাশি অত্র পাসওয়ার্ড কোন ক্রমেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দোক্তাকে হস্তান্তর না করার জন্য সরকারী নির্দেশ দেয়া আছে। প্রয়োজনে ইউপি চেয়ারম্যানের পাসওয়ার্ড ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরকে দেয়া যেতে পারে। পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান সাহেব বিষয়টি ভালোভাবে অবগত আছেন। তথাপি তার পাসওয়ার্ড উদ্দোক্তা ব্যবহার করছেন। অপরদিকে ইউপি সচিবের পাসওয়ার্ড হিসাব সহকারী ও সচিব উভয়ই ব্যবহার করছেন। নিবন্ধক হিসেবে ইউপি চেয়ারম্যানের পাসওয়ার্ডের মাধ্যমে জনসাধারনের নিকট থেকে অর্থ আদায়, দূর্ব্যবহার এবং জনসাধারন হয়রানীর শিকার। অপরদিকে ইতিপূর্বে উদ্দোক্তা তার অফিস ঘর সংস্কারের নামে ইউপির অনেক পুরানো কাগজপত্র ক্ষতিসাধন করার বিষয়টি আমি বললে তিনি স্থানীয় তার ভাই শাহীনুরের প্রভাব খাটিয়ে আমার উপর হুমকি প্রদর্শন করেন।
পাইকেরছড়া ইউনিয়নের জন্ম মৃত্যু নিবন্ধন কাজে ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ বছরের বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের বাধ্যবাধকতা রযেছে। অনেকেরই এ ট্যাক্স দীর্ঘ বছরের বকেয়া রয়েছে। অপরদিকে অনলাইনে জনসাধারনের ব্যক্তিগত আবেদনে কাজ করার সেবা দানের জন্য ইউপি ও টাক্স ফোর্স কর্তৃক নুন্যতম অর্থ ধার্য্য এবং সরকার কর্তৃক নির্ধারিত ফিস আদায়ের উপর সিদ্ধান্ত মতে বর্তমানে হিসাব সহকারীর মাধ্যমে এ সংক্রান্ত আদায় হচ্ছে।
নতুন সফটওয়ারে জন্ম মৃত্যু নিবন্ধন, সংশোধন, সংযোজন কাজে জনসাধারনকে অনেক সময় ব্যয় করতে হয়। প্রকাশ্য যে ০-৪৫ দিন বিনা ফিসে, ৪৬ দিন- ৫ বছর ২৫ টাকা তদুর্দ্ধ ৫০ টাকা নিবন্ধন ফিস, নাম সংশোধন ৫০ টাকা এবং বয়স সংশোধন ১০০ টাকা ফিস নেয়া হয়ে থাকে।
প্রকৃতপক্ষে- জন্ম নিবন্ধনে কোন অতিরিক্ত অর্থ আদায় করা হয়নি। একটি কু-চক্রী মহল আমার কাজে বাধা প্রদান সহ ষড়যন্ত্র করছে। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার কু-মানসে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী-
মোঃ রবিউল আলম
ইউপি সচিব
পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ
ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

প্রকাশনা

সম্পাদক মন্ডলির সভাপতি : মোঃ এনামুল হক

উপদেষ্টা সম্পাদক: মোঃ মোজাহার হোসেন

প্রকাশক ও সম্পাদক: মোঃ নাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সি. আই মামুন

নির্বাহী সম্পাদক:

ব্যবস্থাপনা সম্পাদক:

© All rights reserved © 2024 কুড়িগ্রাম প্রতিদিন
Theme Customized By BreakingNews