স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনুর আয়াজনে যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা সফল স্বপসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে সিনিয়র সাংবাদিক ও ফুলবাড়ী প্রসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল, কুড়িগ্রাম খবর পত্রিকার স্টাফ রিপোর্টার সিরাজুল ইসলাম হিরু, দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা অলিউর রহমান নয়ন, দৈনিক সমকাল ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি শাহিনুর ইসলাম শাহিন, ভোরের কাগজ ও চাঁদনী বাজার উপজেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান শাহিন, দি নিউ নেশন উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মহসিন আলী মঞ্জু, দৈনিক ইত্তফাক উপজেলা সংবাদদাতা অনিল চন্দ্র রায়, আমাদের সময় উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, সাংবাদিক মুহাম্মদ ছদরুজ্জামান, সাংবাদিক ও প্রভাষক আরাবুর রহমান সরকার, ফরহাদ হোসেন টুকু, এশিয়ান এক্সপ্রেস জেলা প্রতিনিধি এইচ এম বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি নবিউল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, দৈনিক আলোকিত ভোর উপজেলা প্রতিনিধি বিপুল মিয়া প্রমূখ।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল বাতেন। উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মজিদুল ইসলাম।
উল্লখ্য, ২০২০ সালে১৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করনে।
Leave a Reply