খালেদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
আসছে আগামী ২৮ শে ফেব্রুয়ারি বগুড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো: শাহিন হোসেন এর সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২৯ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ১৫ নং ওয়ার্ডের পুরান বগুড়া এলাকায় এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন পুরান বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ বিন মুবারক সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জয়পুরহাট সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক তফিজুর রহমান রাজু।
তিনি বলেন আমার দেখা মতে করোনাকালীন সময়ে দেশের ক্রান্তিলগ্নে তরুণ প্রজন্মের এই মানুষটি সর্বস্তরের মানুষের পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। শুধু করোনাকালীন সময়ে নয় বিপথগামী সকল স্তরের মানুষের সঠিক সময়ে পাশে পেয়েছেন এই তরুণ মানুষটিকে।
আশরাফ বিন মুবারক সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইঞ্জি: শাহিন সহ তার পিতা মোঃ আলতাফ হোসেন ও পুরান বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও পাওয়ার হাউস জামে মসজিদের খতিব সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিগণ।
বক্তব্যে ইঞ্জি মো: শাহীন সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়ে বলেন আমি আপনাদের সন্তান কারো ভাই বা সন্তান সমতুল্য আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখবেন আমি ততদিন সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে চাই।
তিনি আরো বলেন মানুষ এখন আর বোকা নেই ভালোকে গ্রহণ ও মন্দ কে বর্জন করতে শিখে গেছে আমি যদি সকলের জন্য ভালো কিছু করতে পারি তার মূল্য আল্লাহতালা অবশ্যই আমাকে দিবেন।
নিজ এলাকায় কাউন্সিলর হতে পারি বা না পারি তাতে আমার আফসোস নেই আমি যেন ১৫ নং ওয়ার্ডবাসী বগুড়া তথা দেশের সকল স্তরের মানুষের দুর্দিনে পাশে থেকে তাদের সেবা করে যেতে পারি। পরিশেষে তিনি তার চলার পথের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের জন্য দোয়া চেয়ে বক্তব্য শেষ করেন।
মতবিনিময় ও দোয়া মাহফিল শেষে ইঞ্জিনিয়ার মোঃ শামীম হোসেন এলাকার
পাঁচ শতাধিক মানুষের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করেন।
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন উন্নয়ন ও শিক্ষার্থীদের সহযোগিতায় আগামী বগুড়া পৌরসভা নির্বাচনে ১৫ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে ইঞ্জিনিয়ার মোঃ শাহিন হোসেন কে নির্বাচিত করারজন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।
Leave a Reply