মোঃ আমানুল্লাহ আমান, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে, ডিবি পুলিশের একটি টিম বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১০০পিচ ইয়াবাসহ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করােছে।
বগুড়া ডিবির একটি গত (৩জুন) বৃহস্পতিবার রাত্রি ১০:৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার গাবতলী থানাধীণ বাইগুনি বাজারস্থ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ নং আসামী মোঃ রায়হানুর রহমান ওরফে সাগর এর বসতবাড়ির টিনের ঘরের উত্তর পার্শ্বের গেটের সামনে হইতে ১০০(একশত) পিচ ইয়াবাসহ আসামী ১। মোঃ রায়হানুর রহমান ওরফে সাগর(৩৭),পিতা-মোঃ মাহমুদুর রহমান ২। শ্রী রিপন রাজভর(২৬), পিতা-শ্রী সিতারাম রাজভর,উভয় সাং- বাইগুনি, থানা-গাবতলী ও জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903
Leave a Reply