খালেদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় বিষাক্ত মদপানে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ৩১ জানুয়ারি রবিবার রাতে শহরের পুরান বগুড়া, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের দাবি, তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ( ওসি) হুমায়ুন কবীর এ খবর নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার লোকমানের ছেলে রাজমিস্ত্রি রমজান আলী (৪০), প্রেমনাথের (৬০) ও প্রেমনাথ এর ছেলে সুমন রবিদাস (৩৮), কাটনারপাড়া টোকাপট্টির কুলি শ্রমিক সাজু মিয়া (৫৫), বাবুর্চি মোজাহার আলী (৬৫) ও ফুলবাড়ি সরকারপাড়ার আবদুল জলিল (৬৫)।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার রাতে শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চল ঋষির বিয়ের অনুষ্ঠানে তারা এ বিষাক্ত মদ পান করেন। স্থানীয়রা জানান, পুরান বগুড়ার শাহীনের হোমিও ঔষুধের দোকান থেকে তারা ওই বাংলা মদ (অ্যালকোহল) কিনে এনে পান করেন। বাড়ি ফিরে সুমন, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশি রমজান আলী অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরের দিকে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল( শজিমেক) নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় প্রেমনাথ ০১ ফেব্রুয়ারি সোমবার রাত ২০:০০ ঘটিকায় মারা যায় ও তার ভাই রামনাথ চিকিৎসাধীন আছেন। রমজান আলী স্থানীয় একটি ক্লিনিকে মারা যান। অপরদিকে শহরের কালিতলা হাট এলাকায় রবিবার রাতে মদপান করেন, সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান। বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ জানান, তার এলাকার দু’জনসহ মোট পাঁচজন বিষাক্ত অ্যালকোহল পানে মারা গেছেন।
তিনি আরও জানান, বিষপানে অসুস্থ শিববাটির মৃত আবু তাহেরের ছেলে রঞ্জুকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ জানান, বিষাক্ত মদপানে অসুস্থ তিনজন রবিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের একজন পালিয়ে গেছেন।বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, পৃথক ঘটনায় বিষাক্ত মদপানে পাঁচজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় প্রেমনাথ সহ মোট ০৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্ত চলছে।
এদিকে একই ঘটনায় পলাশ নামে অসুস্থ আরও একজন সোমবার বিকেল ৩ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে।
Leave a Reply