মোঃ মাহিদুল হাসান (মাহি), স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে, বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১২৫ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার ৩ ছিনতাইকারী গ্রেফতার।
বগুড়া ডিবির একটি টিম গত (১৭ এপ্রিল) শনিবার রাত্রি ০৮.৪৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন গোকুল দক্ষিণপাড়াস্থ মোঃ সেলিম(৪০),পিতা- মৃত আঃ ছাত্তার এর বসত বাড়ীর পশ্চিম দুয়ারী একতলা বিল্ডিং এর ভিতর হইতে ১০০পিচ ইয়াবাসহ আসামী ১। মোঃ মুন্না শেখ (৩১), পিতা- মোঃ বোরহান উদ্দিন, সাং-গোহাইল রোড় খান্দার, বর্তমান- মামা শ্বশুর মোঃ সেলিম (৪০),পিতা- মৃত আঃ ছাত্তার, সাং- গোকুল দক্ষিণপাড়া,থানা ও জেলা বগুড়া।
২। মোঃ শফিকুল ইসলাম(৩৪), পিতা- মৃত আবেদ আলী, সাং- গোকুল দক্ষিণপাড়া,থানা ও জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাড়া বগুড়া ডিবি পুলিশের আরেকটি টিম গত (১৭এপ্রিল) শনিবার বিকেল ০৫:০০ ঘটিকার সময় বগুড়া পৌরসভাস্থ সদর থানাধীন উপশহর ফাঁড়ির নামাজগড় ট্রাক টার্মিলান এর সামনে পাকা রাস্তা উপর হইতে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা সহ আসামী মোঃ ফেরদৌস আলম (৩৫) পিতা মোঃ মোতালেব হোসেন, সাং-চকসূত্রাপুর জহুরুলপাড়া, থানা বগুড়া সদর জেলা বগুড়াকে গ্রেফতার করে।
এছাড়াও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামী ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানানগ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903
Leave a Reply