রহমতউল্লাহ, নওগাঁ প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে পুরো রমজান মাসে সারা দেশের কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে নওগাঁ জেলা পুলিশ।
তারই ধারাবাহীকতায় বদলগাছী থানা পুলিশের উদ্যোগে রোজাদার পথচারিদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বদলগাছী চৌরাস্তার মোড়ে কয়েক জন রোজাদার পথচারির মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আফতাব উদ্দিন।বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম, ওসি (তদন্ত) রায়হান হোসেন সহ বদলগাছী থানা পুলিশের এসআই ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও বদলগাছী থানা পুলিশের উদ্যোগে রমজানের প্রতিটি ইফতারে রোজাদার পথচারিদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হবে।
Leave a Reply