আরিফুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয় বাগেরহাট সদর হাসপাতালে। উপসর্গ নিয়ে দুইজন মোংলায়, একজন বাগেরহাট সদরে এবং একজন ফকিরহাট উপজেলায় মারা গেছেন।
মৃতদের বয়স ৫৮ থেকে ৮০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ।
জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪ হাজার ৫৬৫ জন। আক্রান্তদের মধ্যে রোববার সকাল পর্যন্ত বাগেরহাটে করোনায় মৃতের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ২৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।
Leave a Reply