বান্দরবানে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত
বান্দরবান প্রতিনিধিঃ “শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি” প্রতিপাদ্যে আজ ১২জুন বান্দরবান জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তর চট্টগ্রাম এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের সহযোগিতায় বান্দরবানে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।
দিবস উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা
আলোচনা সভার আয়োজন করা হয়।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।
অতিথিরা বক্তব্যে বলেন, এসডিজি’র লক্ষমাত্রা অর্জনে শিশুশ্রম বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে আমরা তৎপর রয়েছি। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়নেও আমরা কাজ করে যাচ্ছি।আশা করছি, আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনিসেফ এর গাইডলাইন অনুযায়ী এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।
Leave a Reply