বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উত্তরের তিন উপজেলা ভুরুঙ্গামারী,নাগেশ্বরী ও ফুলবাড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহিদেব যুব সমাজ কল্যান সমিতির আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহম্মেদ। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান। এসময় মহিদেব যুব সমাজ উন্নয়ন সমিতির “চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট কো- অর্ডিনেটর মো: মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিড) মো: ইলিয়াস আলী ও যমুনা টিভির কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে ৫১% এর অধিক বাল্যবিবাহ হয়। যার বেশির ভাগই গ্রামাঞ্চলে হয়ে থাকে। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে । এজন্য সরকারি বেসরকারি সামাজিক সংগঠন এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সভা, সেমিনারের মাধ্যমে এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে।
কর্মশালায় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রায় ৩৫ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহন করেন।
Leave a Reply