নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ছয় সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের হাত ভেঙে গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী হাসপাতাল মোড়ে টহলরত বিজিবির ছয় সদস্যকে ভারতীয় গরু ব্যবসায়ীরা শারীরিক ভাবে লাঞ্ছিত করে। শারীরিক ভাবে লাঞ্ছনার শিকার একজনের হাত ভেঙে যায়। তিনি বিজিবির একজন গোয়েন্দা। এছাড়া এ ঘটনায় একটি মোবাইল ফোন খোয়া গেছে। লাঞ্ছনার শিকার বিজিবি সদস্যরা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সদস্য।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে লাঞ্ছনার শিকার একজন বিজিবি সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা গ্রহণ করা ওই বিজিবি সদস্যের হাত ভেঙে গেছে। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহ আলম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি সদস্যদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশাবাদ ব্যক্ত করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতা প্রত্যাশা করেন।
অপরদিকে ভূরুঙ্গামারী থানার ওসি মুহাম্মদ আতিয়ার রহমান সোমবার দিবাগত রাতে কামাত আঙ্গারীয়া গ্রাম থেকে ৪টি ভারতীয় গরু সহ ৫ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply