আরমান হোসেন ডলার, বগুড়া (কাহালু) প্রতিনিধিঃ
বাংলাদেশ ল্যাবরেটরী টেকনোলজিস্ট পরিষদ (বি.এল.টি.পি) (একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন) বগুড়া জেলা কমিটি গঠন উপলক্ষে স্থানীয় একটি অফিসে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল্যাবরেটরী টেকনোলজিস্ট পরিষদ (বি.এল.টি.পি) কেন্দ্রীয় সংসদের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, আব্দুল কাদের, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মুমিনুল ইসলাম মানিক এবং মোঃ আরমান হোসেন ডলার প্রমুখ।
আলোচনা সভায় আহবায়ক কমিটির সদস্য মোঃ আরমান হোসেন ডলার বলেন, চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্ট জাতির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সঙ্গে মহামারী করোনাকালীন সময়ে এই জাতিকে সামনে থেকে কিভাবে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সেবার মান সুনিশ্চিত করেছে এই বিষয় গুলো বাংলাদেশের জনগণ সহ মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ সবার সামনে তুলে ধরে কিভাবে এই জাতিকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের সবাইকে হাতে হাত রেখে একযোগে কাজ করতে হবে।
আলোচনা শেষে ২১ সদস্য বিশিষ্ঠ (একটি খড়সা) পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর জন্য সুপারিশ করা হয়। সেই কমিটির সার্বিক দিক বিশ্লেষণ বিবেচনা করে কেন্দ্রীয় কমিটি কর্তৃক বগুড়া জেলা কমিটি অনুমোদন করবে বলে আশ্বস্ত করা হয়।
Leave a Reply