ভুরুঙ্গামারীতে ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় যুবক নিহত
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় রাহাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দর সড়কে পাটেশ্বরী বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাহাত উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকার সুরুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাহাট থেকে ভুরুঙ্গামারী গামী একটি ভটভটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা রাহাত কে ধাক্কা দেয়। এ সময় রাহাত ও ভটভটি চালক আহত হলে স্থানীয়রা তাদেক ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে রংপুরে নেয়ার পথে রাহাত মারা যান।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply