ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
এ এস খোকন, ভুরুঙ্গাামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কৃষি অফিসার আঃ জব্বার, বিএনপি’র উপজেলা যুগ্ন আহবায়ক মামুন ব্যাপারী, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আখতার, বিজিবি প্রতিনিধি।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী হারুন আর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাব সিঃ সহ সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালেদ হাসান, ১০ ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায়, উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ, সন্ত্রাস ও নাশকতা, সড়ক নিরাপত্তা, নৌ-দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও জন্ম-মৃত্যু নিবন্ধনের বিষয়ে আলোকপাত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস দ্রব্য-মূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারে জনসচেতনতা এবং বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে গুরুত্বআরোপ করেন।
Leave a Reply