ভুরুঙ্গামারীতে এইচ পি ভি টিকা দান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
এ এস খোকন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
‘এক ডোজ এইচ পি ভি টিকা নিন, জরায়ু মুখ ক্যান্সার রুখে দিন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে দ্বিতীয় অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিকা কার্যক্রমের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল আল হোসাইন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান, হেলথ ইন্সপেক্টর গোলাম সরোয়ার রাঙ্গা, এমটিইপিআই আরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকনুজ্জামান, ভুরুঙ্গামারী থানার এস আই নুর হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক, স্কাউটের সাধারন সম্পাদক ময়নাল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এ সময় পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে টিকা গ্রহণের জন্য নিকটস্থ স্বাস্থ্যকর্মী অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে বলা হয়েছে।
Leave a Reply