ভুরুঙ্গামারীতে গাঁজা সহ দুই মাদক কারবারী আটক
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে আড়াই কেজি গাঁজা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে জনতা।
আটককৃতরা হলেন, উপজেলার পাথরডুবী ইউনিয়নের উত্তর পাথরডুবী গ্রামের মনছুর আলীর ছেলে হামিদুর রহমান ও একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মারুফ বৃহস্পতিবার ৩ অক্টোবর সকালে উপজেলার পশ্চিম পাথরডুবীর ফজলুর রহমানের বাড়ির সামন থেকে তাদের আটক করে পাথরডুবী বিজিবির নিকট হস্তান্তর করে স্থানীয় জনতা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দুই জন লোক ভারতীয় সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে পশ্চিম পাথরডুবী আসার সময় স্থানীয় ছাত্র জনতা দেখতে পেয়ে তাদের আটক করে ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের পাথরডুবী বিওপির নিকট হস্তান্তর করে।
এ সময় তাদের নিকট থেকে আড়াই কেজি গাঁজা, মাদককারবারে ব্যবহৃত একটি মটর সাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করে বিজিবি, জিজ্ঞাসাবাদে তারা উক্ত মাদকদ্রব্য ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়।
ভুরুঙ্গামারী থানার ওসি তদন্ত আব্দুল্লা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply