ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে ধারন করে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী শাখার সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।
Leave a Reply