ভুরুঙ্গামারীতে মদ সহ মাদক কারবারী গ্রেফতার
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৪ বোতল মদ সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ।
গ্রেফতারকৃত মোহাম্মদ মালেক (৩৬) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মধ্য ভারতের ছড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) গ্রেফতারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে সোমবার গভীর রাতে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে তিন বোতল অফিসার চয়েজ ও এক বোতল ওল্ড মন্থ মদ উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply