ভুরুঙ্গামারীতে রোগ থেকে মুক্তি পেতে গৃহবধুর আত্মহত্যা
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এলার্জিজনিত রোগ থেকে মুক্তি পেতে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলা পাথরডুবি ইউপির দক্ষিন বাঁশজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তছিরন বেগম (৩৮) ওই গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।
জানা গেছে, দুই বছর আগে ওই গৃহবধুর এলার্জিজনিত চুলকানী রোগ দেখা দেয়। যা পরবর্তীতে তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং বড় বড় দাগের সৃষ্টি হয়। চিকিৎসায় কিছুদিন ভালো থাকলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়তেন। তার স্বামী চাঁন মিয়া সামান্য দিনমজুর হওয়ায় নিয়মিত ঔষধ খাওয়াতে পারতেন না। শরীরে এলার্জি চুলকানির জ্বালায় অস্থির হয়ে পড়তেন। মঙ্গলবার সকালে শরীরে এলার্জির যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই দম্পতির ঘরে একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।
Leave a Reply