ভুরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল ১১ টায় বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য রালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও চলমান ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান সোহেল মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী গোলাম মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল ওয়াহেদ রানা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী নিজাম উদ্দিন, রইচ উদ্দিন বাদশা, আলাউদ্দিন মন্ডল, রোকনুজ্জামান রোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোফাসেলুর রহমান রাশেদ, যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত, সদস্য সচিব আব্দুল্যাহ আল মামুন বাবু, কৃষক দলের আহবায়ক আবুল কাশেম, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইন প্রমুখ।
এতে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ দশ ইউনিয়ন থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply