রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের সাদ্দাম মোড়ের একটি মেহগনি গাছে একটি ঘুড়ি আটকে গিয়েছিল। সেই ঘুড়ির সুতাটি ঝুলছিল আর ঝুলন্ত সে সুতায় আটকে যায় একটি মাছরাঙা পাখি। ফায়ার সার্ভিস পাখিটিকে উদ্ধার করে মুক্ত করে দেয়।
রবিবার (১৯ জুলাই) বিকেল ৫ টায় বিষয়টি নজরে আসে অবসর প্রাপ্ত জেল সুপার মুক্তিযোদ্ধা নুরুল হকের। প্রথমে তিনি পাখিটিকে সুতা থেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। ফোন করেন ফায়ার সার্ভিসে। ফোন পাওয়ার পরেই ঘটনাস্থলে হাজির হয়ে যায় ফায়ার সার্ভিসের গাড়ি।
মুক্তিযোদ্ধা নূরুল হক বলেন, তিনি ভেবেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা হয়তো মাছরাঙা পাখির কথা বুঝতে পারেনি। তাই তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের আবার জানান আটকে থাকা মাছরাঙা পাখিটার কথা। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে বলেন, মাছরাঙা পাখির কথা জানতে পেরেই তারা এসেছেন। এরপর উৎসাহের সঙ্গেই লম্বা মই দিয়ে উঠে ঘুড়ির সুতাটি কেটে দেয়ার সঙ্গে সঙ্গে মনের আনন্দে কিচির-মিচির করে ওঠে পাখিটি এবং সুতো জড়িয়ে পরে যায় মাটিতে। সুতো ছাড়িয়ে,মাটি ঝেড়ে আবার সেটিকে মুক্ত আকাশে উড়িয়ে দেয় তারা।
ফায়ার সার্ভিস এখন দ্য লাইফ সেভিং ফোর্স। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণেরই মূল্য আছে। ছোট্ট এই মাছরাঙা পাখিটিকে মুক্ত করে শত শত জনতার ভালোবাসা নিয়ে ফিরে গেল তারা।একটা সময় ছিল যখন মানুষ মরতে থাকলেও ফায়ার সার্ভিসএতো দ্রুত আসতো না। এখন তারা আন্তরিক। পাখিটিকে মুক্ত করে তারা সেটি প্রমাণ করেছে।
Leave a Reply