রফিকুল হাসান রনজু , ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রেসক্লাবের উদ্যোগে নবাগত ইউএনও কে বরণ ও বদলিজনিত কারণে বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২অক্টোবর) রাতে ক্লাব কার্যালয়ে বিদায়ী ইউএনও ফিরুজুল ইসলাম ও নবাগত ইউএনও দীপক কুমার দেব শর্মাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী, সহকারি কমিশনার ভূমি জাহাঙ্গীর আলম,ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজন,প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আনোয়ারুর হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও ফিরুজুল ইসলাম ও নবাগত ইউএনও দীপক কুমার দেব শর্মা। বিদায়ী ইউএনও ভূরুঙ্গামারীর উন্নয়নের ধারা চলমান রাখতে নবাগত ইউএনও কে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। নবাগত ইউএনও ভূরুঙ্গামারীর উন্নয়নে মাদক নিয়ন্ত্রন, বাল্য বিবাহ রোধ, শিক্ষার মানোন্নয়ন ও পীড়িত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply