রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহঃবার বিকেলে শিলখুড়ী ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় করোনা ভাইরাস সংকটে কর্মহীন একশত ত্রিশটি মাঝি, ভ্যান চালক,ও অসহায় পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেটা রয়েছে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম,সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম,উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি হাবিবুর রহমান ও শিলখুড়ী ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।
ত্রান বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জরুরী ত্রাণ সহায়তার আওতায় এই সাহায্য প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল অসহায়দের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হবে।
Leave a Reply