রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা শ্রমজীবিদের মাঝে জরুরী খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল,২কেজি আলু ও১টি সাবান প্রদান করা হয়। শুক্রবার সকালে ভূরুঙ্গামারী সরকারী কলেজ মাঠে প্রায় সাতশ রিক্সা চালক, অটো চালক ও ভ্যান চালকদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করার কথা থাকলেও ত্রানের অপ্রতুলতার কারণে ফিরে জান অনেকেই।ভ্যান চালক আজিজুল জানান লাইনের পিছনে থাকায় তার কাছে পৌছানোর আগেই ত্রাণ শেষ হয়ে যায় তাই তিনি ফিরে যাচ্ছেন। এ রকম আরো অনেককেই ফিরে যেতে দেখা যায়।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, ওসি মুহাঃ আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামীলিগের সভাপতি শাহজাহান সিরাজ প্রমুখ।
Leave a Reply