ভূরুঙ্গামারীতে গাঁজা উদ্ধার করল শিক্ষার্থীরা
এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক-বিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) রাতে জয়মনিরহাট ইউনিয়নের বটতলা ক্লাবের দক্ষিণে কাঁচা রাস্তার উপর হতে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন তারা।
শিক্ষার্থীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট ক্লাব মোড়ে ছোটখাটামারী রাস্তায় ব্রিজের পাশে অবস্থান নেয় তারা। এসময় বস্তা মাথায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আসতে দেখলে তার গতি রোধ করে ছাত্ররা। এ সময় বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায় মাদক বহনকারী। এরপর জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য ময়েন উদ্দিন ও গ্রাম পুলিশের সহায়তায় উদ্ধারকৃত মাদক ও একটি মোবাইল ফোন থানায় এনে জমা দেয় শিক্ষার্থীরা।
Leave a Reply