এ এস খোকন,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারনে শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি ভোটকেন্দ্রে একযোগে এ ভোট গ্রহন চলে। আওয়ামীলীগ, বিএনপি, স্বতন্ত্র সহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ›দ্বীতা করেন। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সাখাওয়াৎ হোসেন সানোয়ার বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। রাতে কন্ট্রোল রুম থেকে রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষনা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, জয়মনিরহাট ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত সাখাওয়াৎ হোসেন সানোয়ার (নৌকা) ২ হাজার ৮শ ২৯ ভোট নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর আলম উজ্জ্বল (ঘোড়া) ২ হাজার ৩শ ৪৮ ভোট, গোলাম রব্বানী তালুকদার বাদল (ধানের শীষ) ২ হাজার ৩শ ৬ ভোট, শাহীন সুলতান (অটোরিক্সা) ২শ ৫৯ ভোট, নুর আলম (মোটর সাইকেল) ৬২ ভোট পেয়েছেন। উক্ত উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply