রফিকুল হাসান রন্জু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান , অফিসার, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিেিধর সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোবাবার সন্ধায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। পরিচিতি শেষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম। নবাগত উপজেলা নির্বাহী অফিসার বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং প্রধান মন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তাকে বিভিন্ন সংগঠন ও অফিসারদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply