রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর নদ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। জানাগেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র আলহাজ আব্দুর রহমান (৯০) নামে এক বৃদ্ধ গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করে তাকে না পেয়ে বৃদ্ধের নাতী আবু হানিফ ফেসবুক আইডিতে তাঁর সন্ধান চেয়ে একটি পোস্ট দেন। মঙ্গলবার সকালে গদাধর নদে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে। বয়স্ক ব্যক্তির লাশ উদ্ধারের খবর শুনে নিখোঁজ ব্যক্তির স্বজনরা ঘটনাস্থলে এসে নিশ্চিত করেন লাশটি নিখোঁজ আব্দুর রহমানের। ওসি মুহাঃ আতিয়ার রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply