ভূরুঙ্গামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
এ এস খোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“পরিচ্ছন্ন ভূরুঙ্গামারী আমাদের অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৮আগষ্ট) দুপুরে গ্রীন ভয়েস ও ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জামতলা মোড় থেকে উপজেলা পরিষদ চত্তরের ভিতরের অংশটুকু পরিস্কার করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যহত থাকবে।
এ সময় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মিফতাউল ইসলাম মিলন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ, আলোর-দিশারী, আন্ধারীঝাড়ের পক্ষ থেকে সোহেল রানাসহ ভূরুঙ্গামারী উপজেলার অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর আহ্বায়ক স্বপন মাহমুদ বলেন, এই দেশ আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। আসুন সকলে মিলে দেশটা নতুন ভাবে সাজাই।
আলোর-দিশারী, আন্ধারীঝাড়ের উপদেষ্টা সোহেল রানা বলেন, দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মের মেধা কাজে লাগাতে পারলে, খুব দ্রুতই বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নেন, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি, গ্রীন ভয়েস, আলোকবর্তিকা, আলোর-দিশারী, রোবার স্কাউট ও উই আর ভূরুঙ্গামারী পিপলস ফেইসবুক গ্রুপের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
Leave a Reply