নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিধবা ভাতার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করেছে উপস্থিত জনতা।বৃহস্পতিবার আজ দুপুরে উপজেলার সমাজ সেবা কার্যালয়ের সামনে বিধবা ভাতার টাকা বিতরণ করা হচ্ছিল। এ সময় খাইরুন বেওয়া নামের এক বিধবা নারীর বিধবা ভাতার ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে সফি (৩৫) নামের এক ছিনতাইকারী।
বিধবা ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বুঝতে পেরে উপস্থিত জনতা পিছু ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করে। পরে তাঁকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। সফি উপজেলার পাথরডুবী ইউনিয়নের আজিজুল হকের পুত্র। উল্লেখ্য, একই স্থানে ইতিপূর্বে একাধিকবার বিধবা ভাতা ও বয়স্ক ভাতার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করা হয়েছে।
Leave a Reply