রফিকুল হাসান রনজু,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার দুপুরে জয়মনিরহাট খাদ্য গুদামে করোনা ভাইরাস সংকটে কর্মহীন শ্রমিক সংগঠনের ৩৩২ জন শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলায় ট্রাক শ্রমিক, কুলি,বাস মিনিবাস শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা চালক ও দর্জি শ্রমিকদের মাঝে জরুরী এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম ,জয়মনিরহাট খাদ্য গুদামে ও সি এল এস ডি প্রণব কুমার গোস্বামী প্রমুখ।
বিতরণ কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জরুরী ত্রাণ সহায়তার আওতায় এই সাহায্য প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল শ্রমিককেই এর আওতায় আনা হবে।
Leave a Reply