রফিকুল হাসান রনজু, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সরকারি ভাবে ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। চলতি বছরে উপজেলার দশ ইউনিয়নের কৃষকদের থেকে সরকারি ভাবে ২৫৫৫ মেঃটন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিসার ইন-চার্জ মুহাঃ আতিয়ার রহমান,আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম,কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, জয়মনিরহাট এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব কুমার গোস্বামী প্রমুখ। কৃষক আছর উদ্দিন সরকারিভাবে গোডাউনে ধান জমা দিতে পেরে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Leave a Reply